শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)’র ৩২৫ তম শাখা উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)’র ৩২৫ তম শাখা উদ্বোধন

৭৬ Views
শান্ত বণিক:  চট্টগ্রামের রাঙ্গুনিয়া পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)’র ৩২৫ তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ ২১ আগস্ট বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) নামক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থার ৩২৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির উপ-পরিচালক মো. ফিরোজ আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএমকে চিফ অফ অডিট মোঃ আবুল কাশেম, উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কদমতলী এরিয়ার এ পি এম মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, আইটি এন্ড এম আই এস অফিসার মোঃ এনামুল হক চৌধুরী, রাঙ্গুনিয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মাসুম মোল্লা, রাউজান শাখার সিনিয়র ক্রেডিট অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ নাঈমুর সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানে আগ্রহী ঋণ গ্রহীতার মাঝে ঋণ বিতরণ করা হয়, এবং স্বাস্থ্য সহকারী অফিসার মাধ্যমে আগত সদস্যদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি মো: ফিরোজ আল মামুন বলেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ঋণ কার্যক্রম ছাড়াও ফ্রী মেডিকেল ক্যাম্প, কৃষকের মাঝে সল্পমুল্যে টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন জাতের উচ্চ মানের কৃষি বীজ বিতরণ, BD Rural wash প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসম্মত বাথরুম নির্মাণ করে দিয়ে থাকে । বিশেষ অতিথি মো: আবুল কাশেম বলেন পিএমকে ক্ষুদ্রঋণ ছাড়াও নার্সিং কলেজের মাধ্যমে বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স (৪ বছর মেয়াদি),ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (৩বছর মেয়াদি), পোষ্ট বেসিক বিএসসি ইন নার্সিং (২ বছর মেয়াদি) কোর্স চালু আছে। পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) মাধ্যমে আগামী দিনগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা, মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য শিক্ষা উপবৃত্তি, সল্প মূল্য উচ্চ মানের কৃষি বীজ, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে গ্রামীণ প্রান্তিক কৃষকদের উচ্চ ফলনশীল ফসল উৎপাদনের জন্য বীজ, পরামর্শ ও সহযোগিতা প্রদান কর্মসূচি সমূহ চলমান থাকবে। অনুষ্ঠানের সভাপতি মোঃ মোমিনুল তার বক্তব্যে বলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস স্যার সামাজিক ব্যবসা যে তত্ত্ব দিয়েছেন সে অনুযায়ী পিএমকে সামাজিক দায়বদ্ধতা থেকে ঋণ কার্যক্রম পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরী, কৃষি উন্নয়ন ঋণ,স্বাস্থ্য সেবা, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সহায়তা প্রদান করে থাকে এবং আগামী দিনগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Share This