বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন বাইডেন

গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন বাইডেন

১০৬ Views

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর বৃহস্পতিবার প্রথম তিনি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন।
বিতর্কে দুর্বল পারফরমেন্স কঠিন চাপের মুখে পড়া বাইডেনের পুন:নির্বাচনের পথ বন্ধ করে দিতে পারে। খবর এএফপি’র।
ন্যাটো শীর্ষ সম্মেলনে বয়স ও স্বাস্থ্য নিয়ে নিজের ডেমোক্র্যাটিক দলের ক্রমবর্ধমান সমালোচনার চাপ প্রশমনের প্রচেষ্টারত ৮১ বছর বয়সী বাইডেনের দিকে বিশ্বের নজর থাকবে।
হোয়াইট হাউস এটিকে একটি ‘বিগ বয়’ প্রেস কনফারেন্স বলে আখ্যায়িত করেছে এবং তিনি যে এ ধরনের কনফারেন্স পরিচালনা করতে পারেন তা প্রমাণে বাইডেন চাপের মুখে রয়েছেন। ট্রাম্পের সাথে বিতর্কে বিপর্যয়ের পর বাইডেন তার প্রেসিডেন্টের মেয়াদকালে এক বিরল চাপের মুখে পড়েছেন।
ওয়াশিংটন ডিসি কনফারেন্স সেন্টারে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠেয় এই সাংবাদিক সম্মেলনে বাইডেনের যে কোনও ভুল পদক্ষেপ তার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাটদের আহ্বানকে আরো জোরদার করতে পারে।

Share This