
গাজীপুরের কালিয়াকৈর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৫ জন। শুক্রবার (৬ মে) বিকেলে সোয়া চারটার দিকে উপজেলা খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা জুবাইদা পরিবহনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া আন্ডারপাসের নিজ দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রাজধানী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামামপুর জুবাইদা পরিবহনটির সামনে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ৫ যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আমিনুল ইসলাম জানান, দুই বাসের সংঘর্ষ হয়েছে। তবে কোনো যাত্রী মারা যাননি। আহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
১৬ বার ভিউ হয়েছে