শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ৩ হত্যা মামলায় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে ৩ হত্যা মামলায় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী গ্রেফতার

১৩ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি ; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে সিরাজগঞ্জ শহরে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় দায়ের  হওয়া মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন করিব। তিনি বলেন, শহর যুবদলের যুগ্ন আহবায়ক ও মাছুমপুর এলাকার সোহানুর রহমান রঞ্জু, গয়লা গ্রামের যুবদলকর্মী আব্দুল লতিফ এবং একই এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রদলের সদস্য সুমন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে  তাদের স্বজনরা আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করেন।
তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৪৫০ জনকে আসামি করা হয়েছে। এসব আসামিদের মধ্যে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে বলে  জানান ওসি হুমায়ুন করিব । যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, শহরের কোবদাসপাড়া মহল্লার হান্নান শেখ (৪৩), একডালা গ্রামের আলী হোসেন (৪৩), সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের ফরিদ মোল্লা (৫৫), সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের জুয়েল (৪২), খাস বড়শিমুল গ্রামের আবু কালাম (৩৯), একই গ্রামের ইকবাল হোসেন আকন্দ (৪৫), কদমপাল গ্রামের হায়দার আলী (৫৩) ও শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামের ফারুক আকন্দ (৪৭)। গ্রেফতারকৃত বাকিরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের বিলধুলি গ্রামের মাজেদ খান (৪৫), খামার পাইকোশা গ্রামের আনোয়ার হোসেন (৪৪), ছোনগাছা ইউনিয়নের আমিনপুর গ্রামের শরিফ হোসেন (৫৪) ও ছোনগাছা গ্রামের আবু হানিফ (৫২)। মামলার বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি হুমায়ুন  কবির।
Share This

COMMENTS