
লালমনিরহাটে চাকুরীর পরীক্ষা দিতে এসে চাচা ভাতিজীর মৃত্য

১০ Views
লালমনিরহাট প্রতিনিধি। শুক্রবার (২৮ ফেব্রয়ারী) লালমনিরহাটে চাকুরীর পরীক্ষা দিতে গিয়ে বাস ও মোটর সাইকেল সংঘর্ষে আপন চাচা ভাতিজী নিহত হয়েছে। সকালে আদিতমারীর স্বর্ণামতি ব্রীজের পশ্চীম পাশে এ ঘটনাটি ঘটে। ঘটনা স্থলে চাচা রমজান আলী নিহত হন। আহত অবস্থায় ভাতিজী খাদিজাতুল কোবরা কে আদিতমারী হাসপাতালে নিলে সেখান থেকে রংপুর রেফার্ড করা হয়। রংপুর নেয়ার পথে খাদিজা খাতুন মারা যায়।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারীটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে চাচা রমজান আলী এবং ভাতিজি একই গ্রামের খোরশেদ আলীর মেয়ে খাদিজা তুল কোবরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরির পরীক্ষায় অংশ নিতে চাচা রমজান আলীর সঙ্গে মোটরসাইকেলে লালমনিরহাট যাচ্ছিলেন খাদিজা তুল কোবরা। পথে স্বর্নামতি ব্রিজের পশ্চিম পাড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী নাভিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান,বাসটি আটক করা হয়েছে চালক পলাতক।