রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রলি ও অটো’র মুখোমুখি সংঘর্ষে  পটুয়াখালীতে নিহত-২; আহত-৩

ট্রলি ও অটো’র মুখোমুখি সংঘর্ষে  পটুয়াখালীতে নিহত-২; আহত-৩

Views

পটুয়াখালী প্রতিনিধি।।  পটুয়াখালীতে ট্রলি ও ব্যাটারী চালিত অটো রিকসার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক গৃহবধূ ও এ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে যাওয়ার পথে গুরুতর আহত ট্রলি ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার সময় ওই নারীর দুই শিশু সন্তানসহ আরো একজন জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার দশমিনা-গলাচিপা মহাসড়কে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ তানজিলা বেগম (৩০) উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের্র মধ্য আরজবেগী গ্রামের জিয়ার হোসেন হাওলাদারের স্ত্রী এবং নিহত ট্রলি চালক রাকিব হোসেন (৩০)  দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষীপুর গ্রামের মন্নান খানের ছেলে। অন্যান্য আহতরা হলেন গৃহবধূ তানজিলার দুই ছেলে আবদুল্লাহ (৬ বছর) ও আবু বকর (১ বছর), এবং একই বাড়ির মোঃ খালেক প্যাদার ছোটো ছেলে অটোরিকসা চালক মোঃ খলিল হোসেন (৩২)। আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন  পশ্চিম লক্ষীপুর এলাকায় একটি খালি ট্রলি গাড়ি বেপরোয়া গতিতে এসে একটি ব্যাটারি চালিত রিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ আটো রিকসাটি ছিটকে একটি ডাল ক্ষেতের ভিতরে পরে যায়। এসময় আটো রিকসায় থাকা  গৃহবধু তানজিলা ঘটনাস্থলে নিহত হন ও তার দুই সন্তান এবং অটো ও ট্রলির ড্রাইভার গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ্যাম্বুলেন্স যোগে বরিশাল যাওয়ার পথে ট্রলির ড্রাইভার মোঃ রাকিব হোসেন বাউফলের বগা ফেরিঘাটে মৃত্যুর কোলে ঢলে পরেন।
এবিষয়ে দশমিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে তানজিলা নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয় এবং ট্রলির ড্রাইভার রাকিব হোসেন এর লাশ থানা হেফাজতে রয়েছে । নিহতদের উভয় পক্ষের আত্বীয় স্বজনদের খবর পাঠানো হয়েছে তারা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে॥

Share This

COMMENTS