বাংলাদেশী জ্যোতিষীর ভবিষ্যদ্বানী…ডোনাল্ড ট্রামই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
৫৬ Views
পটুয়াখালী প্রতিনিধি।আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সব দেশের চোখ এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন ডোনাল্ড ট্রাম্প। এমনই ভবিষ্যদ্বানী করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃতি সন্তান অ্যাষ্ট্রলজার (জ্যোতিষী) আবদুস সালাম সিকদার। তার নিজের ফেসবুক ওয়ালে এমন ভবিষ্যত বানী করে একটি পোষ্ট দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র রাজনীতি ও বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা সহ বিভিন্ন দেশ নিয়ে তার দেয়া বেশ কয়েকটি প্রেডিকসন সত্য হয়েছিলো।
অ্যাষ্ট্রলজার আবদুস সালাম নামের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, আসছে ৫ই নভেম্বর ২০২৪ ইং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, উক্ত নির্বাচনে মিঃ ডোনাল্ড ট্রাম্প ২০২৪ পরবর্তী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে পুনরায় হোয়াইট হাউজে যাবেন। উল্লেখ্য যে উক্ত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং ভোট যুদ্ধে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পিছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নিবেন। তিনি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট মিঃ ডোনাল্ড ট্রাম্পকে তিনি আগাম অভিনন্দন জানিয়েছেন।
অ্যাষ্ট্রলজার আবদুস সালাম বলেন, আমার প্রেডিকস অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। তবে নির্বাচনে কমলা হ্যারিসের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি ট্রাম্পকে আগাম অভিনন্দন জানিয়েছি।
আবদুস ছালাম শিকদার ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী জালাল উদ্দিন শিকদার। ছয় ভাই বোনের মধ্যে আবদুস সালাম জালাল উদ্দিনের দ্বিতীয় সন্তান। তিনি ২০১৪ সালে বাংলাদেশ একাডেমি অফ
এ্যাস্ট্রোলোজি থেকে জ্যোতিষ শাস্ত্র বিষয়ের উপরে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেন।