দুলাল সরকার ( সৈয়দপুর-নীলফামারী) প্রতিনিধি; সৈয়দপুর উপজেলার রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের পাশে কয়া মৌজা ও ধলাগাছ মৌজার কৃষকরা গ্যাস লাইন পাইপে যাওয়া জমি ও ফসলের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন করে।
বৃহস্পতিবার ০২ জুন সকাল ১০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক কৃষকের অংশগ্রহণে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, যথাক্রমে কয়া মৌজার ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ রব্বানী, মোঃ নাসির উদ্দিন, মোঃ শামীম ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, ধলাগাছ মৌজার সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ মিষ্টি, মোঃ দুলাল হোসেন প্রমুখ। বক্তারা সকলেই তাদের ফসলের জমির পূর্ণ ক্ষতিপূরণ সহ অধিকরণকৃত জমির নায্য পাওনার দাবী তুলে ধরেন এবং তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের জমি দিয়ে গ্যাস লাইনের পাইপ বসাতে দিবে না বলে জোরালো বক্তব্য রাখেন। একটি সূত্র জানায়, মাঠ পর্যায়ে ১৫০ কি.মি দীর্ঘ পাইপ লাইন নির্মাণ কাজের মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ৪ কি.মি. পাইপ লাইন নির্মাণ করার পূর্বে দিপন গ্যাস টেকনিক জেভি নামের সংশ্লিষ্ট কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান জমি অধিগ্রহণের পূর্বে ক্ষতিগ্রস্থ কৃষকদের ফসলের ক্ষতি ও জমির মূল্য না দেওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকরা এ মানব বন্ধন করেছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.