
শাজাহানপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে বেঁচে গেল স্কুলছাত্রী

বগুড়ার শাজাহানপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে বেঁচে গেল এক এসএসসি পরীক্ষার্থী। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
আশেকপুর মাথাইলচাপড় পূর্বপাড়া গ্রামের জনৈক প্রবাসীর মেয়ে শাবরুল উচ্চ বিদ্যালয়ের এ বারের এসএসসি পরীক্ষার্থীনীর সাথে দিনাজপুর জেলার জনৈক প্রবাসী ছেলের বিয়ের আয়োজন করার প্রস্তুতি চলছিল। একপর্যায়ে গত সোমবার দুপুরে ওই এসএসসি পরীক্ষার্থী নিজেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি চলছে মর্মে অভিযোগ করেন। এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ ওই পরীক্ষার্থীকে সাথে নিয়ে তার বাড়িতে যান। সেখানে গিয়ে মেয়েটির পরিবারের সাথে বাল্যবিয়ের কুফল এবং বাল্যবিয়ে নিরোধ আইন সম্পর্কে কথা বলেন। সেই সাথে মেয়েটির মা মুচলেকা দেন, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না।
এ সময় আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, শাবরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।