রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক

মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক

৭২ Views

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি তাকে আটক করে।

আটক পিভি জন সিলভার রাজ তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুদু থানার আনগুনগর গ্রামের বাসিন্দা।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক মো.আজিজুস শহীদ।

তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। এরপর গত ১৩ জুন আদালত থেকে জামিন পেয়ে পলাতক ছিলেন পিভি জন। সবশেষ গত সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে আবারও তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করলে রাতেই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পরে রাত ৮টার দিকে আটককৃত ভারতীয় ওই পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলে জানান ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।

Share This