বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

২০ হাজার পিস ইয়াবাসহ যশোরে দুই মাদক ব্যবসায়ী আটক

২০ হাজার পিস ইয়াবাসহ যশোরে দুই মাদক ব্যবসায়ী আটক

ইয়ানূর রহমান : যশোর সদরের হামিদপুর বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পদমদি উত্তর পাড়ার মৃত দরবেশ  শেখের ছেলে কামাল হোসেন (৪৪) এবং হরিণাকুন্ডু উপজেলার কালীশংকরপুর গ্রামের ছবদুল হকের ছেলে ইকবাল হোসেন (২৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানান, রোববার সকালে গোপন  সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  যশোর-নড়াইল সড়কের ওপর থেকে ওই দুই আসামিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS