ইয়ানূর রহমান : যশোর সদরের হামিদপুর বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আটককৃতরা হলেন, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পদমদি উত্তর পাড়ার মৃত দরবেশ শেখের ছেলে কামাল হোসেন (৪৪) এবং হরিণাকুন্ডু উপজেলার কালীশংকরপুর গ্রামের ছবদুল হকের ছেলে ইকবাল হোসেন (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-নড়াইল সড়কের ওপর থেকে ওই দুই আসামিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.