শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

প্রতিবন্ধিদের জন্য সুখবর আছে বললেন সমাজ কল্যাণ মন্ত্রী

প্রতিবন্ধিদের জন্য সুখবর আছে বললেন সমাজ কল্যাণ মন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি।  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বললেন, প্রতিবন্ধীদের জন্য সুখবর আছে। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল প্রতিবন্ধী বিষয়ক কর্মকান্ডে তিনি সারা বিশ্বে প্রশংসিত। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য আবাস ভূমি স্থাপন করছেন। মোটকথা, প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রী যা করার দরকার তা নিয়ে পর্যায়ক্রমে কাজ করছেন।

শনিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় লালমনিরহাট সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি আরও বলেন, শান্তি নিবাসে প্রবীণরা থাকবেন। তাদের বয়স হবে ৭০বছর। তাদের দেখাশোনার জন্য ছেলে-মেয়েরা থাকবেন। তারা নানা-নাতী সম্পর্ক থাকবে।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল ১১টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী মাসিক সভায় অংশগ্রহণ করেন।

এছাড়াও তিনি দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট সরকারি শিশু পরিবার (বালিকা) ও আল-নাহিয়ান শিশু পরিবার পরিদর্শন করেন।

এরপর তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

১০ বার ভিউ হয়েছে
0Shares