শনিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় লালমনিরহাট সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি আরও বলেন, শান্তি নিবাসে প্রবীণরা থাকবেন। তাদের বয়স হবে ৭০বছর। তাদের দেখাশোনার জন্য ছেলে-মেয়েরা থাকবেন। তারা নানা-নাতী সম্পর্ক থাকবে।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল ১১টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী মাসিক সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও তিনি দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট সরকারি শিশু পরিবার (বালিকা) ও আল-নাহিয়ান শিশু পরিবার পরিদর্শন করেন।
এরপর তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.