প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ
হাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায়
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় হিলি ডলি মেমোরিয়াল স্কুলের (ঘ) বিভাগ থেকে শাহারিয়ার আলমাস (রক্তিম) প্রথম স্থান অধিকারী হয়েছেন। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলতুতমিশ আকন্দ পিন্টু, কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক হাকিমপুর পৌর মেয়র মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তাহিরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর রশিদ, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির (ভাঃ) সভাপতি ফরিদ খান, প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন, আল- ইমরান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে হিলি ডলি মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী শাহারিয়ার আলমাস রক্তিম (ঘ) বিভাগে 'শহীদ বুদ্ধিজীবী দিবস এর তাৎপর্য' উপরে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আজ আলোচনা সভা শেষে সকল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
শাহারিয়ার আলমাস রক্তিম হিলি ডলি মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী (এসএসসি পরীক্ষার্থী) বাবা গোলাম রব্বানী পেশায় মাদ্রাসা শিক্ষক ও গণমাধ্যমকর্মী এবং মা নার্গিস পারভীন পেশায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। রক্তিম এর বাবা ও মা তাদের সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.