প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ
লালপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে এঘটনা ঘটে। নিহত সাইফুল একই এলাকার এবাদ মুন্সির ছেলে।
নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি জানান, সাইফুল পেশায় মুদি দোকানি৷ শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ির ফেরার পথে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে দূর্বত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরাদেহ নাটোর মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.