ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চকবেতকুড়ী গ্রামের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মকবুল প্রামানিক (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল শনিবার (১৪ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন। ওই দিন বাদ এশা মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নন্দীগ্রাম ধাওয়াস গ্রামের সহকর্মী সহকারি অবসরপ্রাপ্ত শিক্ষক সোলাইমান মন্ডল জানায়,
অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল প্রামানিক নন্দীগ্রাম উপজেলার ধাওয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা করেছিলেন। তিনি ২০১৪ সালে অবসরে যান। খবর বিজ্ঞপ্তির।।