প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৬:১৬ অপরাহ্ণ
বাঘায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কালাম
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ নামে এক আ’লীগ কর্মী তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশ নিয়েছেন।
শুক্রবার (১৩ডিসেম্বর)সন্ধ্যার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপর জানাজা শেষ হলে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেন পুলিশ।
স্থানীয় লোকজন জানান, আবুল কালাম আজাদ (৪৫) এর বাড়ী বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তাকে বুধবার (১১ ডিসেম্বর) সকালে একটি রাজনৈতিক মামলায় আটক করে বাঘা থানা পুলিশ। এরপর থেকে তার পিতা আজাহার আলী (৮৫) শুক্রবার বাধ্যকো জনিত কারণে দু’দিন পর দুপুরে মৃত্যু বরণ করেন ( ইন্না-লিল্লাহি..... রাজিউন)।
এদিকে পিতার জানাজায় যাতে অংশ নিতে পারেন এ জন্য আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জর্জ কোর্টের আইনজীবী মো: মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যে সাড়ে ৭টা পর্যন্ত তিন ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়।
আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দানে এনে তার পিতার জানাজায় অংশ নেয়ার সুযোগ করে দেন পুলিশ। এরপর জানাজা শেষে তার পিতাকে আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হলে ফের তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.