ডেস্ক নিউজ : রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজিত কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ রুহুল আমিন, দুর্গাপুর থানার এস.আই মো. শিপন, উপজেলা মৎস্য অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আ.ন.ম রাকিবুল ইউসুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. আসিফ।
প্রধান অতিথি তার বক্তব্যে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন এবং এ সমস্যা নির্মূলে সকলকে একসাথে কাজ করার আহবান জানান