প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৮:৫৪ পূর্বাহ্ণ
জলঢাকায় স্যানিটেশন, পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে স্যানিটেশন, পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁঠালী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ হেমায়েত আলম নবেল। এসময় স্যানিটেশন, পুষ্টি ও স্বাস্থ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেএনও - ওয়াশ প্রজেক্টের ফিল্ড অফিসার আমিনা আকতার কবিতা। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সাবেক সম্পাদক ও সিনিয়র শিক্ষক মর্তুজা ইসলাম, সিনিয়র শিক্ষক ওয়াজেদ আলী প্রমুখ। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর টেকনিক্যাল সহায়তায় ইএসডিও এর বাস্তবায়নে জেএনও - ওয়াশ প্রজেক্টের আয়োজনে ৩০ জন শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.