সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ১১ ডিসেম্বর বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর এলাকায় চুনা কারখানার মালিক মঞ্জুর হোসেন পিতা গিয়াসউদ্দিন,মোঃ মাসুদ রানা সাং ভাটগাও মালিবাগ বন্দর নারায়ণগঞ্জ আতাউর,নরসিংদী নুর আলম ওরফে সোয়েব মোল্লা পিতা তাজু মোল্লা পিরোজপুর সোনারগাঁও মাহবুব পিতা মোঃ আনু মিয়া কুড়িপড়া ভাংতি তারা দীর্ঘদিন যাবত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা করে আসছেন তাদের জন্য এলাকাবাসীর গ্যাসে সংকটে আছেন, দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। গ্যাস সংযোগ বিছিন্ন অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামসিদ ইরাম খান। এ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ জব্দ করা হয় ও চুনা কারখানা বেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক শাকিল মন্ডল জানান, উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত দুটি চুনা কারখানা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কার্যক্রম চালিয়ে আসছেন। খবর পেয়ে গ্যাস সংযোগ বিছিন্ন করে কারখানা দুটি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।