শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪খ্রি.বুধবারঃ “পারিবারিক আইন সমতা আনি,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি”প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর ২০২৪খ্রি. বুধবার বেলা সাড়ে ১১টায় মধুখালী সাংগঠনিক জেলা শাখার অফিস কক্ষে শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন শাখার সাধারন সম্পাদক শামচ্ছুননাহার। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান হেলাল,মোঃ মতিয়ার রহমান মিঞা,সংগঠনের আন্দোলন সম্পাদক মিলি ইসলাম,লিগ্যাল এ্ইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা,প্রীতি কনা ভাদুরী ও খুকুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মিগণ।