সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছির প্রামানিক(৪২)নামের এক যুবক নিহত হয়েছে।সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামের মৃত ইলবাজ প্রামানিকের ছেলে। হামলাকারীরা নিহতের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরসহ লুটপাট করে।এ সময় তারা ঘরে অগ্নিসংযোগ করে। গত মঙ্গলবার(৬আগষ্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসি।
নিহত আছির প্রামানিকের বোন জেলেনা খাতুন জানান,গত মঙ্গলবার দিনগত রাতে প্রতিপক্ষ দয়রামপুর গ্রামের তাজমুলের নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।এসময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট করতে থাকে। লুটপাটের একপর্যায়ে আছির প্রামানিককে ফালাবিদ্ধসহ পিটিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রæত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর আহত আছিরকে গত বুধবার(৭আগষ্ট) সকালে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।গতকাল বৃহস্পতিবার(৮আগষ্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ার হোসেন থানার সকল কার্যক্রম বন্ধ থাকায় মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান,অভিযোগ পেলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নিহত আছির প্রামানিকের আপন ছোট ভাই নাজির উদ্দিন(৩০) ২০২১সালের ২৫শে মার্চ একই প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।