মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীর এলুয়াড়ী ইউপির এলুয়াড়ী গ্রামে প্রতিপক্ষ মোঃ তারিকুল ইসলাম জোরপূর্বক মিজানুর রহমান দুলাল এর কমান্ডিং এরিয়ার মধ্যে ঘর নির্মাণ করে অগভীর নলকূপ বসানোর চেষ্ঠা করছে। প্রশাসনের আদেশ মানছে না।
ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির এলুয়াড়ী গ্রামে মোজাফ্ফর রহমান এর পুত্র মোঃ মিজানুর রহমান দুলাল এর গত ২৮/১০/২০২৪ইং তারিখে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটি সভাপতি বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান দুলাল দীর্ঘ ১৩ বছর যাবত তার জমিতে ঐ কৃষক অগভীর নলকূপটি বসিয়ে পরিচালনা করে আসছেন। তার কমান্ডিং এরিয়া ৯০০ ফিট রয়েছে। পানিকাটা গ্রামের মৃত্যু আব্দুস সামাদ এর পুত্র মোঃ তারিকুল ইসলাম সেচ কমিটিকে ভুল কমান্ডিং এরিয়া দেখিয়েছে। ঐ এলাকায় তার কোন জমি নাই। অপর দিকে অন্যের জায়গা দেখিয়ে মোঃ মিজানুর রহমান দুলাল এর কমান্ডিং এরিয়ার মধ্যে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন। তার বিরুদ্ধে সহকারী প্রকৌশলী বিএমডিএ কার্যালয় ফুলবাড়ী জোন অফিসে একটি অভিযোগ দায়ের করেন। গত ১৬/০২/২০২২ইং তারিখে এবং গত ২৯/০৮/২০২২ ইং তারিখে অনুষ্টিত উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলা সেচ কমিটির সভাকার্যে স্মাকর নং-বিএমডিএ/সহঃপ্রকৌশ/ফুলঃ/২২-২৩/০৭, তারিখ-২৬/০৯/২০২২ইং তারিখে ই মারফতে তার অবেদন না মঞ্জুর করেন। তারিকুল ইসলাম মিজানুর রহমান দুলাল এর বিরুদ্ধে তিনটি হয়রানী ও মিথ্যা মামলা দায়ের করেন আদালতে। ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারার বিধান মোতাবেক যাহার মামলা নং ৩৩৮/২০২২, মামলা নং-০৩/২৩ অন্য, মামলা নং-০৭/২০২৩ দায়ের করেন। প্রতিপক্ষ হিসাবে মোঃ মিজানুর রহমান দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, উপজেলা সেচ কমিটি, সহকারী প্রকৌশলী, বিএমডিএ, ফুলবাড়ী জোন, ও সদস্য সচিব উপজেলা সেচ কমিটি, জেনারেল ম্যানেজার, দিনাজপর পল্লীবিদ্যুৎ সমিতি-২ জয়নগর ফুলবাড়ী দিনাজপুর কে বিবাদী করে মামলা দায়ের করেন। তারিকুল ইসলামের দায়ের কৃত ১৪৪ ধারার বিধান মোতাবেক মামলা নং-৩৩৮/২০২২, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিনাজপুর মিজানুর রহমান দুলাল এর পক্ষে রায় প্রদান করেন। এবং মামলাটি খারিজ করে দেন অপর দুটি মামলা ফুলবাড়ী সরকারী জজ আদালতে চলমান রয়েছে। এর পরেও তারিকুল ইসলাম নতুন করে দুটি আবেদন করেন নতুন অগভীর নলকূূপ বসানোর জন্য। ১৩০০ ফিটের মধ্যে দুইট অগভীর নলকূপ রয়েছে। সহকারী প্রকৌশলীর কার্যালয় ফুলবাড়ী ১৮/০৯/২০২২ইং তারিখে মামলায় তারিকুল ইসলামকে কোন প্রকার নলকূপে বিদ্যুৎ সংযোগ প্রদান না করার জন্য দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ কে নির্দেশ প্রদান করেন বিমএডিএ। ২৮/০২/২০২২ইং তারিখে তারিকুল ইসলামকে বিদ্যুৎ সংযোগ না প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন বিএমডিএ। গত ১৬/০২/২০২২ইং তারিখে ফুলবাড়ী উপজেলা সেচ কমিটির সভায় তৎকালীন সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দীন জোন সভায় ১২/০১/২০২২ইং তারিখে অনুমোদিত সেচ লাইসেন্স বিতরন ও কিছু সেচ লাইসেন্স এর অভিযোগ পাওয়ার পর তারিকুল ইসলামের সেচ লাইসেন্স বাতিল করেন। তারিকুল ইসলাম এর কোন বৈধ্য কাগজপত্র না থাকলেও আওয়ামীলীগ দলীয় প্রভাব খাটিয়ে কমান্ডিং এরিয়ার মধ্যে ঘর নির্মান করে অগভীর নলকূপ স্থাপন করার পায়তারা করছেন। এই ঘটনায় মিজানুর রহমান দুলাল বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।