আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমদ।
সিডিএর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান আজাহার আলী, জননারী ঐক্য পরিষদের সভাপ্রধান মনিকা মরমু, সহসভাপতি আলিা খাতুনসহ নেতৃবৃন্দ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে প্রধান অতিথির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।