প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১:৩১ অপরাহ্ণ
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি। টুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষ্যে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল সোমবার সকালে পরিষদের সামনে দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই মিলে গড়বো দেশ, দুর্র্নীতি মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, দশমিনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান। সভায় বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ কর্মকর্তা (তদন্ত) অনুপ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহাম্মদ ইব্রাহিম অরবিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, সদস্য তাহমিনা সুলতানা, ডাঃ ডলি আকবর মহিলা কলেজের অধ্যাক্ষ সোহরাব হোসেন, দশমিনা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় ব্যানার্জি, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যমকর্মী সাধারন জনগন অংশগ্রহন করেন। সভা শেষে দূর্নীতি বিরোধ বিভিন্ন ধরনের ব্যানার ও পোষ্টার প্রদর্শনী করা হয়। এছাড়া সততা সংঘের সদস্য/সদস্যারা আলোচনা সভায় অংশ গ্রহন করেন। আলোচনা সভায় বক্তারা দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.