ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছার কায়েমখোলা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। আহত মাহাবুর রহমান ঐ গ্রামের মনসুর আলীর ছেলে এবং মাগুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। আহত অবস্থায়
তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাহবুর রহমান ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হাসানের বাড়ির সামনে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আরিফ, সোহেলসহ অজ্ঞাত আরও ৭-৮ জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার পর দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।