আতিউর রহমান, বিরল (দিনাজপুর : বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২২ তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে সমিতির সদস্য ও শেয়ারহোল্ডারগণের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান একরাম হোসেন তালুকদার এর সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব্ এর এজিএম মোঃ আবুল কাশেম, ক অঞ্চলের সাবেক ডিরেক্টর একরামুল হক, ক্লাস্টার প্রতিনিধি জয়নাল আবেদীন, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী, সেক্রেটারি ছামিদার রহমান, সাবেক সেক্রেটারি হাসান আলী, কালব্ জেলা ব্যবস্থাপক অরুন কুমার, উপজেলা ব্যবস্থাপক বিশ্বনাথ রায়।
এছাড়াও সভায় নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান, সেক্রেটারি ফারুক হোসেন, ট্রেজারার ফরহাদ হোসেন, ডিরেক্টর উম্মে কুলসুম ও মোঃ দুলাল মিঞা বক্তব্য রাখেন।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্) এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপস্থিত শেয়ার হোল্ডারগণের মধ্যে রাফেল ড্র এর মাধ্যমে ৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।