কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ধর্ষণ চেষ্টা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়েরকৃত মামলায় উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিল্লুর মোড় এলাকার জামেদ আলী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুন রাতে গ্রেপ্তারকৃত জামেদ আলী তার বাড়ির পাশের (৩২) বছর বসয়ী এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় গত ২৬ জুন বাগমারা থানায় জামেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন গৃহবধূ। ওই মামলায় গত মঙ্গলবার রাতে জামেদ আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ওই গৃহবধূর স্বামী অন্যের ট্রাকে চালকের কাজ করে। সে কারনে প্রায় দু'এক দিন বাড়িত আসতে পারেন না। সেই সুযোগে জামেদ আলী মাঝে মধ্যেই গৃহবধূকে অবৈধ প্রস্তাব দিয়ে আসছিল।
বিষয়টি ওই গৃহবধূ জামেদ আলীর স্ত্রীকে জানালেও তেমন কোন কাজ হয়নি। ধর্ষণের চেষ্টার শিকার ওই গৃহবধূ জামেদ আলী দুর্সম্পর্কের দুলাভাই। স্বামী বাড়িতে না থাকলে প্রায় ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে একায় বাড়িতে থাকতেন গৃহবধূ।
মামলার বাদী ওই গহবধূ পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে যে গ্রেপ্তার জামেদ আলী রাতে তার বাড়িতে গোপনে প্রবেশ করে। সে সময় বাড়িতে কেউ না থাকায় পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে এবং জোর পূর্বক পাইজামার ফিতা খুলে ফেলা। পরবর্তীতে নিজের ইজ্জত বাঁচাতে আত্মচিৎকার দেয় গৃহবধূ। পরে পালিয়ে যায় জামেদ আলী।
এ অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনে ঘটনার সত্যতা পাওয়ার পরই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওই মামলার তদন্ত কর্মকর্তা হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ করিম।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.