আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাংচুরের প্রতিবাদে ও ভারতীয় নগ্ন স¤্রাজ্যবাদের বিরুদ্ধে দিনাজপুরের বিরলে সাধারন ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিরল পৌর শহরের তিন শহীদ চত্বর (বকুলতলা মোড়) হতে বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার সাধারন ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
সমাবেশে ছাত্র প্রতিনিধি হিসেবে রেজওয়ান পারভেজ, হারুন অর রশিদ, আরিফ হোসেন, মেহেদি হাসান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রমূখ বক্তব্য রাখেন।