প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১:২১ অপরাহ্ণ
তথ্য প্রবাহের যুগে পিছিয়ে থাকার সুযোগ নেই’ -ইউএনও আলীমুজ্জামান
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে এবং ইউএসএআইডি’র আর্থিক ও দ্যা কার্টার সেন্টারের কারিগরী সহযোগিতায় ২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ‘‘বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি’’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এসিডি প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের স্বাগত বক্তব্য এবং সঞ্চালনার মাধ্যমে সভাটি শুরু হয়। এসময় তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সমাজের অধিকার বঞ্চিত মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করেন এবং বলেন- আমরা যদি একজন আরেকজনের পাশে থেকে একই সাথে সরকারের উন্নয়ন সহযোগীর ভূমিকা পালন করি তাহলেই আমাদের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন হবে। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন এবং উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন বলেন, 'তথ্য প্রবাহের এই যুগে আমাদের পিছিয়ে থাকার কোন সুযোগ নেই, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনে শুধু মোকাবেলা নয় খাপ খাইয়ে নেযার মানসিকতা তৈরিও গুরত্বপূর্ণ।'
বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির বলেন, 'তথ্য জনগণের সবচেয়ে বড় শক্তি এটি এখন আমাদের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে, যা সরকারের গুরুত্বপূর্ণ এজেন্ডা।'
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে করণীয় তুলে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, দিবর ইউপি চেয়ারম্যান মো. রাহাদ জামান, আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এসিডির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে তথ্য প্রাপ্তিতে নারীদের অধিকতর সক্ষম করে তোলা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় ও কর্ম এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে কার্যকর এবং শক্তিশালী করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে ভূমিকা রাখবে যার মাধ্যমে টেকসই উন্নযন লক্ষ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্যা কার্টার সেন্টার বাংলাদেশ’র সহযোগিতায় এসিডি “বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প” শীর্ষক এক কর্মসূচি ২০২০ এর সেপ্টেম্বর থেকে রাজশাহী জেলায় শুরু করে তারই ধারাবাহিকতায় বর্ধিত কলেবরে পত্লীতলা উপজেলায় কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.