সিরাজগঞ্জ প্রতিনিধি : দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারনে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা প্রেসক্লাব মোড়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ( ক্যাব) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ক্যাব এর সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় এনজিও ইডিপির নির্বাহী পরিচালক আবু জাফর খান, পি.ডাব্লিউ.ডির নির্বাহী পরিচালক হুসনেয়ারা জলি, প্রোগ্রাম ম্যানেজার আবুল ফতেহ, স্বর্ণলতা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শাহানা পারভীন, সাংবাদিক আহসান হাবিব মুন্না প্রমূখ। বক্তারা বলেন, দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারনে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পন্য দুটি দিন দিন ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাহিরে যাচ্ছে এবং খোলা বাজারে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে যা আইনত নিষিদ্ধ। তাই অবিলম্বে আলু ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের দাবি জানান তারা। পরে র্যালী ও জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সিরাজগঞ্জ কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।