লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের সদর উপজেলার সিন্দুরমতি উচ্চবিদ্যালয়ের পশ্চীমের টিনের আধাপাকা ভবনটি জরাজীর্ণ হয়েপরেছে। বিদ্যালয়ের প্রাচীর না থাকায় শিক্ষার্থীদের চলাচলের বিঘ্ন ঘটছে। টিনসেট ভবনের মেঝে ভাঙ্গা! ক্ষত বিক্ষত জানালা দরজা ও ব্রেঞ্চ ভেঙ্গে যাওয়ায় ব্যবহারে অনুপোযোগি হয়ে পেরেছে। বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষকগণ। ওই কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে। ভবনটি দীর্ঘ প্রায় ১২০ ফুট প্রস্থ্য। প্রায় বিশ ফুট যা সংস্কারের আনুমানিক ত্রিশ লক্ষ টাকা প্রয়োজন।তাই এসব সমস্যা সমাধানেরজন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি পেশ করেন শিক্ষকরা। প্রধান প্রকৌশলী শিক্ষাভবন ঢাকা,মাধ্যমিক নির্বাহী প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর লালমনিরহাট বরাবর স্বারকলিপি প্রেরণ করেছেন।