প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১:১২ অপরাহ্ণ
ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
রবিউল হক , ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা বাজার নামক এলাকায় সড়কের পাশ থেকে ফোয়ারা সুলতানা (৫৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে তারা রাস্তার ধারে মরদেহটি দেখতে পায়, তবে মরদেহটি কোথায় থেকে এসেছে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। অনেকে ধারণা করছেন হয়তোবা সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর মরদেহটি কেউ এখানে ফেলে রেখে গেছে।আবার অনেক মনে করছেন কেউ হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে যেতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে যেন একটা ধোয়াশা কাজ করছে বলে অনেকে জানিয়েছেন।
এসময় মরদেহটির সাথে থাকা একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে, সেই পরিচয় পত্র অনুযায়ী নিহত নারীর নাম ফোয়ারা সুলতানা। তার ঠিকানা ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর তিনি সহধর্মিণী।
এবিষয়ে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু বলেন, ফোন পেয়ে এখানে এসে দেখি একটা লাশ পড়ে আছে। শুনলাম যে একটা লোক মোটরসাইকেলে করে এই লাশটা নিয়ে এসে এখানে ফেলায় দিয়ে চলে গেছে। পুলিশ আসছে, ওই নারীর স্বজনরা আসছে এখন হয়তো আসল বিষয়টা জানা যাইতে পারে।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.