মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : সেনবাগে দিনব্যাপী হুফফাযুল কুরআন প্রতিযোগীতা ফতেহ্পুর ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। জেলা হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের তত্ববধানে ছিগার , ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা প্রতিযোগীতায় ৫৮৬জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে ছিগার গ্রæপের ১৮ জন প্রতিযোগীসহ প্রতিটি বিভাগে বিজয়ী ১৫ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়।
এদের মধ্যে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের জন্য নির্বাচিত ৩৫জন ছাত্রকে সদনপত্র সম্মননা দেওয়া হয়।
হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান ও সেক্রেটারী বেলাল হুসাইন ফতেহপুরীর সার্বিক ব্যবস্থানায় ফতেহপুর ইসলামিয়া মাদরসায় সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত কুরআন প্রতিযোগীতায় বিচারকের দায়ীত্ব পালন করেন, হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আন্তর্জাতিক হাফেজ ক্বারী আবুল হক, হাফেজ ক্বারী ইউসুফ কাসেমী ঢাকা, হাফেজ ক্বারী আবুল খায়ের ঢাকা, হাফেজ ক্¦ারী এমদাদ ঢাকা। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ঞাপফেজ শরিফুল ইসলাম,হাফেজ জালাল আহমেদ, হাফেজ মাওলানা আমির হামজা
হাফেজ ক্বারী সুলতান মাহমুদ,হাফেজ ক্বারী হেমায়েতুর রহমান,হাফেজ মাওলানা রফিকুল ইসলাম,হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা আবদুল মান্নান প্রমুখ।
প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রদের মাঝে সনদপত্র সম্মননা তুলে দেন অতিথিরা।