মোসাব্বর হাসান মুসা, স্টাফ রিপোর্টার বগুড়াঃ গতকাল ২৫ নভেম্বর ২০২৪ইং তারিখে আদমদীঘি উপজেলার নশতপুর ডিগ্রী কলেজের হলরুমে সকাল ১১ টায় নাগরিকদের দায়িত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নশরতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম মুসিউল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন এ কে এম এনামুল হক নসরতপুর ডিগ্রী কলেজের উপাধক্ষ। মৃণাল কান্তি সরকার সহকারি অধ্যাপক নশতপুর ডিগ্রী কলেজ।
স্বেচ্ছাব্রতি প্রশিক্ষক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ভোটার এওয়ারনেস অ্যান্ড অ্যাক্টিভ সিটিজেনারি প্রজেক্ট এর সহায়তাকারী সাংবাদিক মোসাব্বর হাসান মুসা।
অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জিহাদ ইসলাম। হুমায়রা খানম। নাদিয়া খাতুন। রুমাইয়া আক্তার। সুমাইয়া জামান সুমি। রাউফুল ইসলাম। জয়ন্ত কুমার। আসিফ শাহানা। সুদীপ্ত সাহা।মিলি খাতুন সহ প্রমুখ।
ভোটার অ্যাওয়ারনেস অ্যান্ড একটিভ সিটিজেনারি প্রকল্পের মেধা যাচাই ছাত্রীদের সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আওতায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকর ব্যক্ত করেন। অঙ্গীকার করেন দি হাঙ্গার প্রজেক্ট এর সাথে কাজ করার জন্য সহাযক ভূমিকা পালন করবে বলে ছাত্র-ছাত্রীরা অঙ্গীকার করেন মতবিনিময় সভায়। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যসহ নির্বাচনে তরুণ ভোটারদের মৌলিক অধিকারগুলো ও সুশাসন প্রতিষ্ঠায় এর মধ্যে পার্থক্য নাগরিক অধিকার ইত্যাদি বিষয়ে বক্তাগন বিনিময় সভাই আলোচনা করেন।