প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ
মোস্তাফিজুর হত্যার বিচার দাবিতে পত্নীতলায় ছাত্র-জনতার সড়ক অবরোধ!
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): বহুল আলোচিত ও চাঞ্চল্যকর নওগাঁর পত্নীতলায় স্কুল ছাত্র মোস্তাফিজুর রহমান (১৭) হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলার মধইল চৌরাস্তা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে ছাত্র-শিক্ষক ও জনতা।
এসময় প্রায় দেড় ঘন্টাকাল সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। পত্নীতলা থানা ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, মোস্তাফিজুর হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
মোস্তাফিজুর হত্যার প্রকৃত অপরাধী সনাক্ত করে আইনের আওতায় এনে বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার সময় কান্নায় ভেঙে পড়েন নিহত মোস্তাফিজুরের মা মুসলিমা আক্তার ও একমাত্র বড় বোন জান্নাতুন জান্নাত। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকার সচেতন নাগরিকরা মোস্তাফিজুর হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি ও প্রকৃত অপরাধী সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর স্থানীয় গ্রামের মাঠের ফসলের ধান ক্ষেতের গর্ত থেকে মোস্তাফিজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার আকবরপুর ইউনিয়নের মশরইল গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ও স্থানীয় মধইল বি.এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পত্নীতলা থানার ওসি শাহ্ মো. এনায়েতুর রহমান জানান, 'অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা হাড়-গোড়ের ডিএনএ টেস্ট রিপোর্ট অনুযায়ী পরিচয় নিশ্চিত হতে পারবো। তবে মোস্তাফিজুরের মরহেদ তা পরিবার ও স্থানীয়রা দাবি করেন।'
ওসি আরও বলেন, 'মরদেহ উদ্ধারের এক সপ্তাহ আগে মাগরিবের নামাজ আদায় করে আর বাড়ি ফিরেনি মোস্তাফিজুর। পরে পরিবারের সদস্যরা আত্মীয় ও পরিচিতদের মধ্যে মোস্তাফিজুরকে খোঁজাখুঁজি করেন।'
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.