সিরাজগঞ্জ প্রতিনিধি :; সিরাজগঞ্জে আব্দুল হালিম সেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার বৃদ্ধা মাকে দিয়ে অপর চার আপন ভাইদের নামে মিথ্যা মামলা করে হয়রানী করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামে। বড় ছেলের প্রলভনে পড়ে মায়ের দায়ে করা মিথ্যা মামলায় আসামী হয়ে অপর চার ছেলে ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা এলাকাবাসীর গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিভিন্ন দপ্তরে। অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের মৃত আজাহার আলী সেখের বড় ছেলে আব্দুল হালিম সেখ তার বৃদ্ধা মা হালিম বেগম (৭৫)কে ভূল বুঝিয়ে তাকে বাদী করে অপর আপন চার ভাই ডাঃ মোঃ আব্দুল আলীম,আব্দুল আজিজ, আব্দুল লতিফ ও আরিফুর রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করে দীর্ঘদিন যাবত হয়রানী করে আসছে। এবিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিস করে আপষ মিমাংসা করে দিলেও আব্দুল হালিম সেখ তা না মেনে উল্টো গুন্ডা ভাড়া করে ভাইদেরকে মারপিট ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এবিষয়ে সরেজমিনে গিয়ে এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানায় আব্দুল হালিম সেখ একজন বেকারগ্রস্ত ব্যক্তি সে এলাকার কাউকে তোয়াক্কা করে না। সে কথায় কথায় মানুষকে মারপিট ও মিথ্যা মামলার ভয় দেখায়। তার বিরুদ্ধে কেউ কথা বললে তার ভাগ্নে আলী আকবর রাজু ও আজম ইকবালসহ তার গুন্ডা বাহিনী তাদেরকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ধামকি ভয়ভীতি ও হয়রানী করে । যার কারনে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তার এধরণের আচারণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী প্রতিকার চেয়ে গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিভিন্ন দপ্তরে। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী বলেন, আব্দুল হালিম সেখ একজন দুষ্টু প্রকৃতির মানুষ। সে তার স্বার্থে বৃদ্ধা মাকে দিয়ে আপন চার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত হয়রানী করে আসছে। আমরা এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার শালিস করে আপষ মিমাংসা করে দিলেও আব্দুল হালিম সেটা মানেন না। উল্টো এলাকার মানুষকে হুমকি ধামকি ও ভয়ভীতি
দেখায়। তার এধরণের উদ্যতপূর্ণ আচারণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে তার বিচার দাবী করেছেন। এবিষয়ে আব্দুল হালিম সেখ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,
আমার ভাইয়েরা আমার মা ও বোনদের ওয়ারিশ সূত্রে পাওয়া জমির ভাগ দিবে না। এই নিয়ে আমার সাথে তাদের মতবিরোধ ও দ্বন্দ্ব হয়েছে। যার কারনে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।