মোসাব্বর হাসান মুসা, স্টাফ রিপোর্টারঃ
***************************************
২৩ নভেম্বর ২০২৪ আদমদিঘী রহিম উদ্দিন ডিগ্রী কলেজে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সকালে আদমদিঘী রহিম উদ্দিন ডিগ্রী কলেজ, নসরতপুর ডিগ্রী কলেজ, সান্তাহার সরকারি কলেজ ও সান্তাহার মহিলা কলেজের ২৬০ জন ছাত্রছাত্রী এমসিকিউ এর মধ্যদিয়ে মূল্যায়ন করা হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা পুরস্কার বিতরন করা হয়।
আদমদিঘী রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.এনামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল, আদমদিঘী থানার উপ-পরিদর্শক মো. আনিছুর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী অঞ্চল সমন্বয়কারী মিজানুর রহমান, আসির উদ্দীন। মোসাব্বর হাসান মুসাসহ প্রমুখ।
গণতন্ত্র অলিম্পিয়াডে সর্বাধিক নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদমদিঘী রহিম উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থী সুখি বানু, প্রথম রানার আপ সান্তাহার সরকারি কলেজের শিক্ষার্থী দিনা আক্তার, দ্বিতীয় রানার আপ নসরতপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী নাহিদা আক্তার। এছাড়াও সেরা ১০ জনকে সার্টিফিকেট ও মেডেল এবং সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য দি হাঙ্গার প্রজেক্ট ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়করণ কর্মসূচি ৩০টি সংসদীয় আসনে বাস্তবায়ন করে চলেছে।