শার্শা (যশোর) প্রতিনিধি \ বাংলাদেশ জামায়েত ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯প্রতিবার বিকেলে নাভারণ দারুল আমান ট্রাষ্টে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, তিনি তার বক্তব্যে বলেন আলাহর অপার অনুগ্রহে নিষ্ঠুর নির্যাতনের ১৭ বছর পর ছাত্র জনতার অসিমত্যাগ, শহিদ আব্দুলাহসহ ২৪১ জন শহীদের রক্তের বিনিময়ে জাতীয় ২য় স্বাধীনতার মুখ দেখেছে। শহীদ পরিবারের জন্য দুনিয়া ও আখেরাতের উচ্চ সম্মান ও তার প্রতিদান প্রত্যাশা করি মহান রবের নিকট। আপোষহিনতার কারনে জামায়াত নেতা কর্মিদের উপর ফ্যাসিষ্ট সরকাররের পেষ্টোর বাহিনি পুর ১৫ বছরই নিষ্ঠুর ও নিকৃষ্ট রাষ্ট্রিয় অত্যাচার চালিয়েছে সাংবাদিকরাও ছিলেন রুদ্ধবঞ্চিত ও নিপিড়িত বঞ্চনা বৈষম্য দূর্নীতি দারিদ্র দখল খুন গুম ও নারী নির্যাতনের কারনে পুরদেশ ও জাতি ছিল স্তদ্ধ। বাংলাদেশ জামাতে ইসলামী শার্শা উপজেলা শাখার আমির অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।