শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ ও সকল শহিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সয়ম শার্শা উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে প্রাধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, সমন্বয় সাজেদুর রহমান শিপন, মোহায়মিনুর সাগর ও আবুজার গিফারী প্রমূখ। এ সয়ম আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম-আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান, সেক্রেটারী মাওঃ মিজানুর রহমান, বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারী মাওঃ ইউছুপ আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সুধিজন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিযার সাংবাদিক। অনুষ্ঠান শেষে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহসহ সকল শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।