আজহারু ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোডাঘাটে লাইসেন্সবিহীন ২টি অবৈধ করাত কল মালিকের কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না থাকায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। রোববার বিকেল ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজারের মো. আজিজার রহমান ও মোরছালিনের করাত কলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
তারা ভ্রাম্যমাণ আদালতে কাগজপত্র দেখাতে না পারায় করাত কল (লাইসেন্স)বিধিমালা ২০১২ অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার রানীগঞ্জ বাজারের মো. আজিজার রহমান ও মোরছালিনের করাত কলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তারা ভ্রাম্যমাণ আদালতে কাগজপত্র দেখাতে না পারায় করাত কল (লাইসেন্স)বিধিমালা ২০১২ অনুযাযী ২ হাজার টাকা করে ২ টি করাট কল মালিকের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায করা হয়। ভ্রাম্যমাণ আদালত উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. ফসিউর রহমান ও থানা পুলিশ সংঙ্গে ছিলেন।