সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “সঠিক মানের সঠিক সেবা,লক্ষ্য মোদের মানব সেবা”এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় শনিবার(১৬নভেম্বর) ‘সাঁথিয়া ডায়াবেটিক হাসপাতালের’উদ্বোধন করা হয়েছে।সাঁথিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে থানার সামনে পারুল সুপার মার্কেটে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক সমিতির আহবায়ক মর্তুজ আলীর সভাপতিত্বে এবং শিক্ষক শফিকুল ইসলাম রিপন ও আলামিন চঞ্চলের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি ও বাডাস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক হাসপাতালের উদ্যাক্তা ডাঃ মনসুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন,সাবেক যুগ্মসচিব এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক ও সচিব ড. আবু তাহের খান,জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইচ চ্যান্সেলর ড.আবু সাইদ খান,জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার আবু বকর সিদ্দিক মনু, শহীদ সোহরাওয়ারর্দী হাসপাতালের অধ্যাপক ডাঃ রওশন আলম,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মিজানুর রহমান,সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, কাস্টমস এন্ড এক্সসাইজের সাবেক উপরিচালক হাসান মনসুর,ডাঃ দিলরুবা সিদ্দিকি,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল,ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন,মীর নজমুল বারী নাহিদ প্রমুখ।