নওগাঁ প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ফায়ার সার্ভিসের কর্মী নওগাঁ’র রবিউল ইসলাম রবিনের বাড়িতে চলছে এখন কেবল শোকের মাতম। ছেলের লাশ শনাক্ত করতে গিয়ে বাবা ঢাকায় অসুস্থ্য আর পুত্র শোকে মা বাড়িতে প্রায় শয্যাশায়ী। নওগাঁ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চক-পাথুরিয়া পূর্ব পাড়া’র খাদেমুল ইসলাম সাখিদারের পুত্র রবিউল ইসলাম রবিন (২৬) প্রায় দেড় বছর আগে ফায়ার সার্ভিসে যোগদান করেন। চট্টগ্রামে প্রশিক্ষন শেষে সীতাকুন্ড ফায়ার ষ্টেশনে যোগদান করেন। গত শনিবার রাতে সীতাকুন্ডে অগ্নিকান্ডে অগ্নি নির্বাপনের কাজে যোগ দেয়ার পরে তার খোঁজ মিলেনা আর। সংবাদ পেয়ে বাবা খাদেমুল ইসমলাম সহ পরিবারের কয়েকজন ঢাকায় গিয়ে কোন হাসপাতালে তার সন্ধান না পেয়ে মর্গে অনুসন্ধান শুরু করে। সেখানে অস্পষ্টভাবে একজনকে রবিনের লাশ বলে শনাক্ত করলেও ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত নয় হাসপাতাল কর্ত্তৃপক্ষ। কাজেই ডিএনএ পরীক্ষার প্রক্রিয়ায় আটকা পড়ে যায় রবিনের লাশ। দুই ভাই আর এক বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম উক্ত রবিউল ইসলাম রবিনের মৃত্যুতে পুরো পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়েছে। নির্বাক মা এখন শয্যাশায়ী। নিহত রবিউলের পরিবারে সদস্যরা জানান তার আশা ছিলো ছোট ভাই বোনদের মানুষ করা সেটা তার ভাগ্যে সইলো না। গত শনিবার সন্ধ্যায় মা ফাহিমা বেগমের সাথে সর্বশেষ ছেলের কথা হয় ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে। পরিবারেরর দাবী যত দ্রুত সম্ভব সকল আনুষ্ঠাকিতা শেষ করে রবিনের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করার।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.