সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আঃ মতিন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে সাঁথিয়া পৌরসভাধীন পুটিপাড়া গ্রামের মহির উদ্দিন ওরফে মরহের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে সাঁথিয়া পৌর সদরের পুটিপাড়া গ্রামের ক্যানেলের পাশে। এ ঘটনায় জুয়েল (৪০) নামের একজন আহত হয়েছে। জুয়েল উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন রশিদের আপন ছোট ভাই। এ ঘটনায় পুলিশ রোববার দুুপরে আবু সাইদ নামে এজাহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আঃ মতিন আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে জুয়েলকে সাথে নিয়ে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে তারা মতিনের বাড়ির অদুরে পুটিপাড়া গ্রামের ক্যানেলের পাশে পৌঁছানোর পর ৮-১০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে মতিন ও জুয়েলকে ধারাল অস্ত্র দিয়ে এলাপাতারিভাবে কোপাতে থাকে। এ সময় জুয়েল নামের যুবকটি আহতাবস্থায়ই দৌড়ে ক্যানেলে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পান। দুবৃর্ত্তরা মতিনকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে। এরপর জুয়েলের চিৎকার শুনে তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি । তবে পূর্বশত্রæতা থাকতে পারে বলে পুলিশের ধারণা। তিনি বলেন শনিবার রাতেই মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রোববার (৫ জুন) সকালে লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ বাদি হয়ে ১৯ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুটিপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এরই মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে এবং আবু সাইদ নামে এজাহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.