পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্রদের ‘বিনা লাভের দোকান’
আবু মুছা স্বপন নিজস্ব প্রতিবেদক-
নওগাঁর পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলা এর আয়োজনে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা। শুক্রবার ৮ নভেম্বর সকালে নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ স্কয়ার মার্কেটের সামনে অস্থায়ী এ দোকান উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এবং বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকাল ৭ টা থেকে ১২ পর্যন্ত চলবে এই দোকান। ওই দোকানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু -৬৫ টাকা, পটল ৩০ টাকা, মুলা ২০ টাকা, বেগুন ৪৫ টাকা, কাঁচা মরিচ ৯০, প্রতি হালি ডিম ৪৮ টাকায় মিলছে। ক্রেতারা কমমূল্যে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন।
বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা জব্বার বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুয়ের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে গড়ে উঠা বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ও নিয়ন্ত্রণে আনতে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য সংগ্রহ করে বিনা লাভে ভোক্তার কাছে (ক্রয়মূল্যে বিক্রয়) পৌঁছে দিতে আমাদের উদ্যোগ। বাজের নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত চলমান থাকবে এই দোকান।
একটি পণ্য কৃষকের কাছ থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত আসতে পাঁচ থেকে সাতবার হাতবদল হয়। অস্বাভাবিকভাবে পণ্যের দাম বেড়ে যায় তখনই। এর জন্য অনেকটাই মাঝপথের মধ্যস্বত্বভোগীরা দায়ী। ছাত্রদের এমন উদ্যোগ গ্রহন করায় সুধি মহলে প্রসংশায় ভাসছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পত্নীতলা উপজেলার অন্যতম সদস্য মারুফ মোস্তফা বলেন, ‘গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের অন্যতম দিক ছিলো সিন্ডিকেট। বাজারে সিন্ডিকেট করে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে যে চর্চা করেছিল তা এখনও অব্যাহত আছে, মূলত সেই সিন্ডিকেট ভেঙ্গে দেয়া ও ভোক্তাদের স্বস্তি দেয়ার উদেশ্যেই আমাদের উদ্যোগ।’