প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের আইন সভায় পুননির্বাচিত হলেন ৫ বাংলাদেশি
ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: গত মঙ্গলবার ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইন সভায় পুননির্বাচনের অংশ নিয়ে জয়লাভ করেছে বাংলাদেশি বংশোদ্ভুত ৫ প্রার্থী। নির্বাচনী ফলাফল ও স্থানীয় কমিউনিটির বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। তারা বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। পুননির্বাচনের জন্য দাঁড়িয়েছেন। বিজয়ী বাংলাদেশিরা হলেন জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রেট প্রার্থী শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী।
এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যের বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও অন্যঅন্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তদের ফলাফল এখনো জানা যায় নাই।
নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন কাউন্সিলম্যান ড. নুরান নবী। তিনি টানা ১৪ বছর ধরে এই পদে আছেন ২০০৭ সাল থেকে। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসাবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.