দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনায় বিএনপির দ্বি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার নলখোলা জৈনপুরী হুজুরের খানকা মাঠে সকাল ১০টায় কোরআন তেলোয়াত, গীতাপাঠ, জাতীয় সংঙ্গীত, দলীয় সংঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু করেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া এবং উপজেলা বিএনপির আহব্বায়ক আবদুল আলিম তালুকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব বাবু ¯েœহাংশু সরকার কুট্রি। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান ও জেলা বিএনপির সদস্য শাহদাৎ হোসেন প্রমুখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.