শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাপগঞ্জের নৌকার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জের নৌকার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার গণসংযোগ ও পথসভা অগোলাপগঞ্জের নৌকার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিতনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকাদক্ষিণ বাজারে গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

পথসভায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য আজমল হোসেন মনি, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, আওয়ামী লীগ নেতা জিলা মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বরসতি গ্রামে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত, নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ উদ্দিন ইরানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নৌকার প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দোলাল, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, বদরুল ইসলাম জাহাঙ্গীর, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

তাছাড়া সকাল ১১টায় নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম পরিবহণ শ্রমীক সংগঠনের নের্তৃবৃন্দের সাথে মত বিনিময়, দুপুর ১২টায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময়, বিকেল ৪টায় গোলাপগঞ্জ বাজারে গণসংযোগ, বিকেল ৫টায় পৌর এলাকার রাঙাঢহর বাজারে পথসভা, সন্ধ্যা ৬টায় পৌরসভার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে পথসভা করেন।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares