প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ
বরাদ্দের অভাবে কাটছেনা রাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো
লালমনিরহাট প্রতিনিধি। দীর্ঘদিন ধরে বরাদ্দ না থাকায় লালমনিরহাট সদর উপজেলার রাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালযের অবকাঠামো কাটছেনা। বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মান না করায় চারপাশে নানা সমস্যায় ভুগছে শিশু শিক্ষার্থীরাসহ শিক্ষকরা।এছাড়া যানবাহন চলাচলে শিক্ষার্থীদের নিয়ে বিপদগামীতে প্রধান শিক্ষিকাসহ সহকারী শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: লতিফা ইয়াসমিন ও শিক্ষকরা জানান, সামনে দুই পাশে পাকা রাস্তা রয়েছে। বাজারের মধ্যে রয়েছে বিদ্যালয়টি। সাথে একটি হাইস্কুল ও রয়েছে। এছাড়া এখানে শিক্ষার্থীর সংখ্যাও কমতি নেই। প্রাক প্রাথমিকসহ পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান চলছে। বিদ্যালয়ের অবকাঠামো না কাটলে প্রতিনিয়ত সমস্যায় জরাজীর্ণতায় পরে যাবে শিক্ষা প্রতিষ্ঠানটি। একই ভাবে অভিযোগ তুললেন স্থানীয়রাসহ অনেক অবিভাবকগন। এছাড়া শ্রেণীকক্ষগুলো ও মেরামত করা প্রয়োজন।তবে বিশেষ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়ালটির নির্মাণের খুবই জরুড়ী। তানাহলে যে কোন সময় দুর্ঘনা ঘটতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা : লতিফা ইয়াসমিন আরো জানান, একাধিকবা সমস্যা গুলো কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হয়েছে কোন ফলপ্রসু পাওয়া যায়নি। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সমস্যা সমাধানের দাবি জানান।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.